অহনা তোমার জন‍্য...


বিশ্বাস করো অহনা,
তোমার দুচোখে দেখেছি আমার সর্বনাশ!
চেয়েছিলাম প্রেম, তুমি করলে অবিশ্বাস!
তোমার চাহনিতে দেখি প্রতিহিংসার দাবানল,
আমার জন‍্য প্রেম নয় হৃদয়ে পুষে রেখেছো অনল।
জানিনা কেন, কি এমন ক্ষতি করেছি তোমার?
ভালবেসেছি তোমায়, এইটুকু অপরাধ আমার।
তুমিতো আমায় শুধু অবহেলা করেছো,
অনাহুত অবোধ ভেবে মন নিয়ে খেলেছো।
ছলনা দিয়ছো বিরহ দিয়েছো করেছো অকিঞ্চন,
আজ তাই জীবনের সব সুখ দিয়েছি বিসর্জন।
তবু হায় অবুঝ প্রেমিক মন,
অহনা, তোমার জন‍্য কাঁদে অণুক্ষন।
        ..................


রচনাকাল -১৯৮৭
আলবেরুনী হল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয়


গতরাত থেকে অসুস্থ তাই আজ নতুন কিছু লিখতে পারলাম না, ছাত্রজীবনে লেখা কবিতাটি আজ পোস্ট করলাম।