বসন্তের ঝিরি ঝিরি হাওয়া মনে দেয় দোলা ,
ভালবাসার লাগি রেখেছি হৃদয় দুয়ার খোলা ;
জ্যোৎস্নাময় ফাগুনের রাতে মিটিমিটি তারা ,
চাঁদের আলোয় তুমি এলে হয়ে যেন অপ্সরা ।
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় লালে লাল প্রকৃতি ,
এই বসন্তে জাগলো প্রাণে প্রেমের আকুতি ;
বসন্ত এল তাই হৃদয় আমার আকুল হয়েছে ,
ব্যকুল এ মন শুধু তোমাকেই ভালবেসেছে ।
কুকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান ,
কাছে পেয়ে বন্ধু তোমায় নাচে আমার প্রাণ ;
কত বসন্ত কেটেছে আমার নিরিবিলি নির্জনে ,
এই বসন্তে থাকবো আমরা কাছাকছি দুজনে ।