আজ বাইশে শ্রাবণ
অস্ত পারে রবির কিরণ ,
আজ বাইশে শ্রাবণ
হচ্ছে ব্যথার বিচ্ছুরণ ।


যে কবি  দেখায় পথ সতত জীবন ধারায় ,
যে কবি ভরায় মন সুরেরই মূর্ছনায় ;
যারে খুঁজে পাই তার কবিতা ও গানে ,
গল্প উপন‍্যাসে সে আমায় টানে ।


আজ নেই কবি রয়েছে তার লেখনি ,
রবি শুধু ছবি তবু ভুলেনি এ ধরণী ;
আজও থেমে নেই তার সোনার তরী ,
কবিতা গানে মোরা তার পথটি ধরি ।


আজ বাইশে শ্রাবণ
অস্ত রবির স্মৃতিচারণ ,
আজ বাইশে শ্রাবণ
রবির কিরণ বক্ষেধারণ ।



২২ শে শ্রাবণ ১৪২৯ বাংলা