পহেলা বৈশাখ আজ শুভ নববর্ষ ,
নতুন প্রভাতে হলো নব সূর্যোদয় ;
বাঙালির বুকে জাগে অনাবিল হর্ষ,
নব চেতনায় নাচে সবার হৃদয়।

গাছের শাখায় ভরা নয়া কিশলয় ,
নাচে গানে মেতে ওঠে কিশোর কিশোরী ;
আনন্দ হিল্লোলে মাতে বাঙালী হৃদয়,
বৈশাখী মেলায় আসে পুরুষ ও নারী ।

যৌবন জোয়ারে ভাসে রঙের খেলায় ,
বাসন্তী রঙের শাড়ী পড়বে রমণী ;
প্রেমিক প্রেমিকা মাতে আনন্দ দোলায়,
শীষ দেবে দুষ্টু ছেলে খুলবে বিনুনি ।

কালবৈশাখী দিয়ে যায় ভাঙ্গনের ডাক ,
পুরানো জীর্ণতা সব ধুয়ে মুছে যাক ।