যখনই আমি আকাশের পানে তাকাই
অসীম শূন্যতায় ডুবে যাই ,
গ্রহ নক্ষত্র ছাড়াও ধুলিকনা মেঘ বায়ু
আর রবির কিরণ খুঁজে পাই ।


রংধনু মেরুজ্যোতি ও বজ্রপাত ঘটে
আকাশের ঐ প্রান্ত সীমায় ,
দিনের আলোয় আলোর বিক্ষেপণে
সমগ্র আকাশ নীল হয়ে যায়।


সূর্যোদয় ও সূর্যাস্তে আকাশ হয় লাল
সূর্য তখন থাকে দিগন্তরেখায় ,
আকাশে জমা মেঘ থেকে বারিধারা
পৃথিবীতে পড়ে অঝোর ধারায় ।


আকাশের বিশালতায় হৃদয়ে জেগে ওঠে
অপার্থিব প্রেমের ব্যাকুলতা ,
সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি
কি অসীম তোমার ক্ষমতা !