কি চেয়েছি কি পেয়েছি ফলাফল শূন্য,
প্রেমের বদলে প্রেম চেয়ে হই বন্য ;
জীবন খাতায় নেই জমা কোন পুণ‍্য,
যা পেয়েছি বিনিময়ে খুবই নগণ্য।
আজ এই ধরা ধামে কত অনাচার
সাম্যের ভাবনা আজ কপট বচন
মানবতা বিতাড়িত চলে অত্যাচার
যা কিছু আছে তা শুধু ক্ষমতা তোষণ।


চিত্ত দেখি বিত্ত মাঝে নিজেরে হারায়
বিবেকের তাড়নায় সত‍্য পথে ধায় ।


শিকল ভাঙ্গার গান গেয়ে হই রুদ্র
ভেঙ্গে চুরে হবো আজ উন্মাদ ভৈরবী ;
বাধ ভাঙ্গা জোয়ারের উত্তাল সমুদ্র,
উপকূলে এসো গড়ি নতুন পৃথিবী।