সব কিছু কি করতে পারি !
কেউ আছে মানুষ খুন করে অবলীলায় ,
আমরা সবাই কি তা পারি ?


আমরা কি সব দেখতে পাই ?
পরিযায়ী পাখিরা যা দেখে বহু দেশ ঘুরে ঘুরে ,
আমাদের তো সে সাধ্য নাই !


ধর্ষিতা এক নারীর ক্রন্দন দেখে
সকলের বুক কম্পিত হয়,  কেঁদে ওঠে মন ;
ধর্ষক তাকে চেয়ে চেয়ে দেখে !


দু বেলা ভাত  খেতে  কতজন
দু’হাত পাতে দ্বারে দ্বারে, ভিক্ষার ঝুলি নিয়ে কাঁধে;
হাত পাততে চায়না আমার মন ।


ভোগ  বিলাসের মোহে
মানুষ  করছে কত অন্যায় দুর্নীতি .
যাবনা ঐ পথেতে প্রাণ থাকতে দেহে ।


রক্তের বাঁধন ছিড়ে যায়
আপন ভাই বোন  স্বার্থের অন্বেষণে ,
জানিনা কি সুখ তারা পায় ।


সুখের লাগি মানুষেরা কি না করতে পারে ,
প্রেমের নদীতে ভাসতে পারে ,
ঘর সংসার সব ছাড়তে পারে ,
নির্জনে ধ্যানে বসতে পারে ,
জ্ঞান বিজ্ঞানে জগৎ পাল্টে দিতে পারে ।


আমরা কত জন তা পারি !
এসো শপথ করি ভাল কাজ কিছু আজ
না করে এ ভুবন যাবনা ছাড়ি ।