অস্তমিত রবির কিরণ
রাঙ্গিয়ে জগত ধুসর গোধূলি নামায়,
দিনের আলো নিভু নিভু
বিদায়ের ক্ষণ সমাগত রাতের আগমনে।
জীবনের অকিঞ্চন প্রত‍্যাশা
কল‍্যানময় শান্তির উৎস হতে পারে,
যদি তোমার অরাধ‍্য শক্তি
আবেগের মুখোশ সরিয়ে দিতে পারে।
চাওয়া পাওয়া প্রেম হয়ে যাবে
যদি হৃদয়ের ভাষা ব‍্যাকুল হয়ে ওঠে,
আলোক মালায় ভরিয়ে রাত
জ্যোৎস্না যদি ছড়িয়ে পড়ে জানি তবে
বিদায়ের ক্ষণ হবে বিলম্বিত!
অনাগত সময়ের কল্প লোকে ভাবনা তোমার
হতে পারে আকুল, ঘুঘু ডাকা নববর্ষের
নতুন প্রভাত দেখবে বলে!