ক্ষুদ্র মোরা অতি ক্ষুদ্র আল্লা তোমার দুনিয়ায় ,
রোগে শোকে এই অভাগা তোমার দিদার চায় ;
তুমি বিরাট তুমি মহান তুমিই জীবন দাতা ,
এ জগতে বেঁচে আছি আল্লা তোমার মহিমায় ।


হাত বানাইলা পা বানাইলা চালাক বানইলানা ,
জ্ঞান বুদ্ধি সবই দিলা ভাল চাকরী দিলানা ;
রূপ দিলা যৌবন দিলা অর্থ সম্পদ দিলানা ,
প্রেমের কাঙাল হইলাম ভাল ঘর পাইলামনা ।


এ জগতে বেচে আছি আল্লা তোমার মহিমায় ,
রোগে শোকে এই অভাগা তোমার দিদার চায় ।


ও আল্লা মাটির মানুষেরে তুমি দিলা কত সম্মাণ ,
তোমার আদেশ অমান্য করে ইবলিশ হল শয়তান ;
তোমার খলিফা বানাইয়া যারে পাঠাইয়ালা দুনিয়ায় ,
ও আল্লা সেই মানুষ তোমারে কেমনে ভুইলা যায় ।


এ জগতে বেচে আছি আল্লা তোমার মহিমায় ,
রোগে শোকে এই অভাগা তোমার দিদার চায় ।



গীতিকবিতা


" খলীফা" আরবি শব্দ, শব্দটির আভিধানিক অর্থ উত্তরাধিকারী, প্রতিনিধিত্বকারী, সেনাপ্রধান।