কোন কাজ নয় রে সোজা            
যদি না চাও করতে ,
ফাঁকি দিয়ে আর কত দিন
পারবে তুমি চলতে ?


ক্ষুধা তোমার লাগবে ঠিকই              
মানুষ হয়ে জন্মেছো ,
পেটের ক্ষুধা মেটাবে কে
একবারও কি ভেবেছো ?


বাড়ি গাড়ী নাম যশ অর্থ                    
চায় সকলেই পেতে ,
কখনও কি দেখেছো কেউ
অলস এসব জেতে ?


কাজের বেলা লবডঙ্কা                        
মিষ্টি কথার ফুলঝুরি ,
চুরি বিদ্যায় ওস্তাদ সে যে
কাঁচা লঙ্কার তান্দুরি ।


অলস যারা করে তারা
পরের ধনে পোদ্দারি,
পরের কাঁধে ভর করে সে
আখের গুছায় সুন্দরই ।


পরিনামটা হয়না ভাল
যদি পড়ে ধরা,
অলস লোকের এমন ধারা
পড়বে ঠিক হাতকড়া।