আমি ভীষণ উনপাঁজুরে
কষ্ট আমর সয় না,
আমি ভীষণ ভয়কাতুরে
একলা থাকা হয় না।
ভুত পেত্নী দৈত‍্য দানোয়
নেই যে আমার ভয়,
মানুষ রূপী হায়না দেখে
কাঁপে যে হৃদয়।
কাজে কর্মে মন বসে না
বেড়াই ঘুরে ঘুরে,
অলস আমি নিকম্মা ও
থাকি স্বপ্নপুরে।
স্বপ্নে দেখি আলাদিনের
চেরাগ আমার হাতে,
এক ঘষাতেই জিনি দৈত‍্য
হাজির সাথে সাথে।
দুষ্টু দৈত‍্য দাত কেলিয়ে
দেখায় আমায় ভয়,
কাজ না করে পার পাবি না
দৈত‍্য কথা কয়।
আমি ভীষণ ঘুমকাতুরে
তবু ভাঙ্গে ঘুম,
রাক্ষস মুখ চারিপাশে
মারবে ধুমা ধুম।