আমাদের রাত্রি দিন কেটে যায় অর্থহীন ,
দুঃস্বপ্নেরা হানা দেয় রাত ঘুম কেড়ে নেয় ;
জীবনের সব চাওয়া যায় কি কখনো পাওয়া ,
পথ চলা নয় সোজা থাকে যদি ভারী বোঝা ।

পৃথিবী জুড়ে অশান্তি জীবন বোধেতে ভ্রান্তি ,
মানব হলে দানব দুর্বল থাকে নীরব ;
দানব মানবে যুদ্ধ প্রগতির পথ রুদ্ধ ,
ক্ষয়িষ্ণু ধরণীতল ফুঁসিছে সমুদ্র জল ।

চারিদিকে হায়েনারা ছোবল মারিতে খাড়া ,
আসিছে ধেয়ে প্লাবন নিমজ্জিত তপোবন ;
সাধু সেজে ভণ্ডামির পথ পেল সমাপ্তির ,
প্রিয়ার দুচোখে বিষ বাজে বিরহের  শিস।

জাগে বেদনা অন্তরে থাকবোনা চুপকরেে ,
প্রতিবাদে ঝড় তুলি আবদ্ধ জানালা খুলি ;
প্রেমের বাসনা মনে জেগে ওঠে সংগোপনে ,
হয়তোবা কোকিল হবো বসন্তে গান শোনাবো ।


               *******



কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দের ৮ মাত্রার দুটি পয়ার শেষে অন্ত্যমিল দিয়ে
রচনা করেছি , এই গঠন শৈলী কেমন লাগলো এবং এর ভুল ত্রুটি
নিয়ে আলোচনা পেলে কৃতজ্ঞ থাকবো ।