বাংলাদেশ আমার দেশ
যার তুলনা নাই ,
দেশে এখন নেই বিক্ষোভ
আর কি বল চাই ।
আছি আমরা এই দেশে
সবাই মিলে মিশে ,
দেশ গড়ার কাজ করি
দেশকে ভালবেসে ।
জ্বালাও পোড়াও হরতাল
দেশ ছাড়া হয়েছে ,
দেশে এখন সবই ভাল
দুর্নীতিটা বেড়েছে ।
গুম খুন কেন বাড়ছে
ভেবে পায়না মন ,
সোনার ছেলেরা একটু
বাড়িয়েছে ধর্ষণ ।
ভূমিদস্যুদের দাপটে
কাপছে বসুন্ধরা .
যমুনার পানি আজ
আবর্জনায় ভরা ।
পদ্মা মেঘনা শুকিয়ে যায়
বন্ধুত্ব ফুরায় না ,
প্রতিবেশীর কত দয়া
বাঁধ খোলে এলে বন্যা ।
এসব নিয়ে বললে নাকি
হতে হবে গুম ,
তাই সবাই চুপ, করেনা
কেউ বাকবাকুম ।