আমি তো চেয়েছিলাম নিজের ইচ্ছে মাফিক চলতে ,
চেয়েছিলাম ইচ্ছে মাফিক কথা বলতে ;
প্রত্যাশা ছিল সবার হৃদয়ে জ্বালিয়ে দেব প্রেমের আগুন ,
চেয়েছিলাম ইচ্ছে মাফিক ভালবাসতে ।
আমার অন্তরে খেলা করে পৌরাণিক প্রেমের ফল্গুধারা ,
আমি প্রেমিক হতে চেয়েছিলাম !
জীবনে যাদের পেয়েছি কাছে , বিনা শর্তে তাদের আমি
স্নেহ মায়ায় বাঁধতে চেয়েছিলাম ।
আমার সে চাওয়া হয়েছে প্রতারিত বিরূপ আচরণে ,
আমি তো ব্যর্থ হতে চাইনি !
ফুল চেয়ে পেয়েছি কাঁটার আঘাত , অতৃপ্ত এ মন
জানে না কেন ভালবাসা পাইনি ?
ইচ্ছে মাফিক হয় না আমার প্রেম করা , ভালবাসার
স্বপ্ন ভেঙ্গে নিজেকে হারিয়ে ফেলেছি ;
ইচ্ছে মাফিক হয় না আমার পথচলা, বিধিনিষেধের
বেড়াজালে পথ যে হারিয়ে ফেলেছি!