আমার কষ্টের কথা বলবো আজ ,
দুঃখ গুলোকে করবো উন্মোচন ;
হতাশার প্রলেপ দেয়া মূহুর্ত গুলোকে
একে একে করবো নিরাবরণ ।
নির্লজ্জের মত উলঙ্গ করবো বিমূর্ত ক্ষণ ,
যেখানে আমার সকল প্রেম হয়েছে ক্ষতবিক্ষত ;
সকল প্রত্যাশাকে মাটিচাপা দিয়ে হয়েছি পাথর ,
তবুও হৃদয় আমার থাকেনি অক্ষত ।
যার প্রেমে হয়েছি অধীর সে দিয়েছে ছলনা ,
আপন ভেবেছি যারে সে দিয়েছে বেদনা ।
মাতৃপ্রেমের ঋণশোধ করতে পারিনি আমি
পিতার স্নেহের প্রতিদান আজও দেয়া হয়নি ,
রক্তের বাঁধনে বাঁধা ছিল যারা
একে একে সবাই গিয়েছে দূরে সরে ।
বার বার আমায় ভুল বুঝেছে সবাই ,
মিথ্যে অভিযোগে দিয়েছে দূরে ঠেলে ;
কষ্টে আমার হৃদয় ভেঙ্গে যায়
থাকতে পারিনা তা ভুলে ।