ছোট বেলায় ছিলাম আমি ছোট এক পাড়াগাঁয়
বাড়ি খানা ছিল মোদের কত কি গাছের ছায়ায় ;
আম জাম লিচু কাঁঠাল নারকেল সুপারী গাছ ,
বাড়ীর পিছনে পুকুরে ছিল নানা জাতের মাছ ।
পুকুরের ওধারে বাঁশঝাড় তারপর ধানক্ষেত ,
প্রাতঃকালে সকলে সেইখানে খালি করতো পেট ;
পাকা বাড়ী দালান কোঠা ছিলনা মোদের কিছু ,
ফেরিওয়ালা আসতো রোজ নিতাম ওদের পিছু ।
মায়ের কাছে বায়নাতে পেতাম লজেন্স বাতাসা ,
তাই নিয়ে কত আনন্দ হুল্লোড় কতই না তামাশা ।
হাল ছিল, গোলাভরা ধান ছিল গোয়াল ভরা গরু ,
বাড়িখানা ছবির মত ঘিরে ছিল লতা পাতা তরু।
উচ্চ শিক্ষা নিতে যৌবনে আসি সেই গ্রাম ছাড়ি ,
শহরে এসে সাহেব বনেছি করেছি বাড়ী গাড়ি  ।
অর্থ প্রচুর্য পেয়েছি সবই তবু মনে জাগে ব্যথা ,
বারে বারে মনে পড়ে গাঁয়ের সে বাড়ির স্মৃতিকথা ।