শহরের এত কোলাহল এত যানজট ,
কোটি মানুষের সঙ্গে বসবাস ;
ভাল লাগে না আমার ।
শিল্পাঞ্চলের কারখানার মেশিনের গর্জন ,
কালো ধোয়া শ্রমিকের আর্তনাদ ;
ভাল লাগে না আমার ।
বন্দরে জাহাজের সাইরেন ডকশ্রমিকের
কোলাহল, লোহা লক্কর যান্ত্রিক জীবন ;
ভাল লাগে না আমার ।
শহরের সুউচ্চ অট্টালিকার থাকি আমি,  
জানালা দিয়ে দেখি ,
ঝাঁক বেধে পাখি উড়ে যায় অজানায় ;
আমারও ইচ্ছে হয় পাখির মত
উড়ে যেতে , ইচ্ছে হয় লোকালয় ছেড়ে
হারিয়ে যাই স্বপ্নের কোন ঠিকানায় ।
যেখানে খুঁজে পাব হিজল তমাল
বটের ছায়া ,যেখানে দিগন্ত জুড়ে  
ফসলের মাঠ , দীঘির জলে এখনও  
শাপলা শালুক হয় , পদ্ম ফোটে ।
অযত্নে বেড়ে ওঠা গাছে
ফুল ফোটে ফল হয় ,
নদী নালা খালে বিলে বর্ষা এলে
জলের স্রোতধারা বয়ে চলে ;
পানকৌড়ি খেলা করে ঢেউয়ের দোলায় ।
রাতের বেলা যেখানে খোলা আকাশে  
তারার মেলা , জোনাকির আলো দেয়
আলোয় আলোয় ভরে যায় বাড়ির আঙ্গিনা ।
আমি যেতে চাই সেই ঠিকানায়,
যেখানে মায়ের আঁচল পাতা সবুজ শ্যামলিমায়  ;
আমার চিরচেনা রূপসী বাংলার ছোট্ট কোন গাঁয় ।
হয়ত সেখানেই আছে আমার প্রথম প্রেম
পথ পানে চেয়ে আমারই অপেক্ষায় ।