শহর ছেড়ে একটু দূরে
আমার ছোট্ট গাঁ,
ভাল লাগে ফেলি যখন
তার মাটিতে পা।


গ্রাম বাংলার অঙ্গ শোভা
কতই মনোহর,
ভালবাসবো তারে আমি
সারা জীবন ভর।


সবুজ শ‍্যামল ছোট্ট সে গাঁ
দেখতে চমৎকার,
বন বনানী পুষ্পে ভরা
আমার অহংকার।