আমি ভাল আছি
অনেক না পাওয়ার বেদনা নিয়ে বিশ্বাস কর
আমি ভাল আছি ,
ব্যর্থতা অষ্টপৃষ্ঠে বাঁধা আমার জীবন তবুও
আমি ভাল আছি ।
সায়াহ্নের অস্তাচলে সূর্যকান্ত মণির আলো
চকমক যাত্রিকের প্রাণ ,
কখনও হু হু করে কাঁদে কখনও হাসে
হৃদয়ের সুপ্ত অভিমান ।
গাঢ় ধূম্রের কুণ্ডলী, বিস্তৃত আঁধার আছে
নেই জোনাকীর আলো ,
মুক্তির পথ খুঁজি, চকিত চিত্তে রই
এই বুঝি কেউ এলো ।
অপেক্ষার প্রহর কেটেছে অস্থিরতায়
কেউ আসেনি উদ্ধারে ,
শৈশব থেকে শুধু হারিয়েছি স্বজন
শোক সায়রে বন্দীরে  ।
পিতার স্নেহ মাতূপ্রেম পাইনি আমি
পাইনি বন্ধুত্বের স্বাধ ,
প্রথম প্রেম হারিয়ে বরন করেছি
জীবনের অবসাদ ।
শিক্ষা কর্ম সংসার সকল অঙ্গনে
শুধু পেয়েছি ব্যর্থতা ,
স্বার্থপর হতে পারিনি তাই জীবনে
পেলাম শুধু দৈন্যতা ।
তবু বলবো আমি ভাল আছি ,
অনেক বেদনা আর সামান্য কিছু
সুখ নিয়ে আমি ভাল আছি ;
খুব ভাল আছি ।