আমি কবি নজরুল আমি বিদ্রোহী,
আমি দুর্বার বেগে ছুটে চলি সাম‍্যের গান গাই,
আমি ভেঙ্গে করি চূর্ণ সব বাঁধা পায়ে দলে যাই।
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,
আমি ভালবেসে নব চেতনার কেতন উড়াই,
মানবতার গান গেয়ে আধ মরাদের জাগাই।
আমি চির তারুণ‍্যের কবি সুকান্ত,
আমি পেতে চাই ছাড়পত্র মানুষ হয়ে বাঁচার,
আমি হব বার্তাবাহক নতুন দিনের রানার।
আমি পল্লী কবি জসীমউদ্দীন,
নিমন্ত্রণ জানাতাম গ্রাম বাংলায় ফিরে যেতে,
এসো সেথা যাই নকশী কাথার মাঠ খুঁজে নিতে।
আমি রূপসী বাংলার কবি জীবনানন্দ,
বনলতা সেনের রূপে খুঁজি বাংলার প্রকৃতিকে,
দেশপ্রেমিক হব আমি ভালবাসা হৃদয়ে রেখে।
আমি জাগরণের কবি ফর রুখ,
বলি প্রত‍্যয়ে রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী,
হলে প্রত‍্যয়ী মুক্তির দিন আসতে হবেনা দেরী।
আমি দুর্বার উদ‍্যমী আমি শহীদ,
আমি সত‍্যের সাক্ষ‍্যদাতা মিথ‍্যাকে করি ঘৃণা,
দেশের কথা দশের কথা ভেবে হই আনমনা।



শহীদ আরবী শব্দ এর আভিধানিক অর্থ সত‍্যের সাক্ষ্য দাতা
এখানে সেটাই উল্লেখ করেছি।