বাঙালি যে সদা শক্তের ভক্ত নরমের যম
সকলে তা জানে,
শিক্ষা দিক্ষা থাক বা না থাক দুর্নীতিতে সেরা
সকলে তা মানে!
নিজের স্বার্থে সবই করি অন‍্যরে দেই ফাঁকি,
পরের কাধে জোয়াল রেখে আখের গুছিয়ে রাখি।
বাঙালি আমরা সবার সেরা এই জগতে
গর্ব করে বলি,
বিপদ দেখলে কেটে পড়ি, বাঙালি তাই
বুঝে শুনে চলি।
বাঙালি আমরা বীরের জাতি কেমনে ভুলে গেলে,
বিবেকটারে জাগাও এবার সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে।