আজ ত্রিশ বছর পূর্ণ হল তুমি আমি কাছে থাকার,
ত্রিশ বছর কাটিয়ে দিলাম হয়ে দুজনে দুজনার ;
রোগে শোকে দুঃখ দৈন‍্যে আমি যাইনি তোমায় ছেড়ে,
শত অভাবে তুমি ছিলে কাছে যাওনি দূরে সরে।


ত্রিশটি বসন্ত কাটিয়ে দিলাম একত্রে দুজনে,
তবু কেন হতাশার গ্লানি জেগে ওঠে দুটি মনে ;
মনে হয় কি যেন পাইনি কি যেন পারিনি দিতে,
না পাওয়ার দুঃখ গুলো পারিনি আজও মুছতে।


ফুলের অনেক কুঁড়ি যেমন ফুল না হয়ে ঝরে যায়,
মনের অনেক গোপন বাসনা গোপনেই ক্ষয় হয় ;
জীবন তাই দুজনে আমরা করেছি বহু সমঝোতা,
যন্ত্রণার কথা ভুলে আমরা টিকিয়ে রেখেছি সখ‍্যতা।


তোমার আমার মিলনে এলো যখন নতুন জীবন,
তাকে ঘিরে আমরা দুজন রচনা করি নয়া ভুবন ;
জীবনের শেষ বিকেলে ভুলে যেথে চাই সব হতাশা,
বাকিটা জীবন হেসেই কাটাব করি শুধু সেই আশা।


আজ আমাদের ত্রিশতম বিয়ে বার্ষিকী