আমরা ক’জন বন্ধু মিলে
মাঠে যেতাম খেলতে,
আজগুবি সব কাণ্ড কৃতি
পেতাম সেথা দেখতে।
দলে দলে জড়ো হতাম
মাঠের দুটি পাশে,
খেলার লাগি অনেক বন্ধু
মাঠে ছুটে আসে।
বন্ধুরা সব খেলার ছলে
প্রাণ খুলে হাসি,
সন্ধ‍্যা হলেই সবাই আমরা
ঘরে ফিরে আসি।
মাঠে যাবার পথে আমরা
করতাম কত কি দুষ্টুমি,
খুব জ্বালাতন করতাম ওরে
দেখা পেলে বোষ্টুমী।
পথের ধারের ফলের গাছে
একটিও ফল থাকতোনা,
বাঁশ বাগানে ঘুঘুর বাসা
শান্তি ওরা পেতোনা।
স্কুলে যেতাম যখন আমরা
বন্ধু ক’জন মিলে,
দৌড়ে যেতাম বলে বলে
কান নিয়েছে চিলে।