লা শরিক আল্লায় বিশ্বাসী
আমরা মুসলমান ,
আল্লাহর পথে এসে হয়েছি
গরিয়ান বলিয়ান ।

ধন্য মোদের জীবন আল্লাহ
করেছো শেষ নবীর উম্মত ,
পথহারা্ কে করবে আমায়
বলো আছে কারও হিম্মত ?

তুমি মোদের মালিক আল্লাহ
আমরা করি তোমার ইবাদত ,
নবীজী মোদের পথ দেখালেন
হাশরে তার পাব সাফায়াত ।

আসবে জানি অনেক আঘাত
আসবে অনেক বাঁধা ,
ভাঙ্গতে হবে বাঁধার প্রাচীর
যা মিথ্যে দিয়ে গাথা ।

ঝান্ডা উড়াও ইসলামের
পথ ধরো আল কোরানের ,
আমলে ছালেহ আকরে ধরো
শেষ নবী মোহাম্মদের ।


লা শরিক আল্লায় - আল্লাহ এক ও অদ্বিতীয়
সাফায়াত -সুপারিশ
আমলে ছালেহ - আল্লাহর পছন্দের সৎকর্ম