অনেক আশায় বুক বেঁধেছি পাব পথের দিশা,
অন্ধকারের কালো ছাঁয়ায় ফুটবে আলোর রেখা ;
জাগবে মানুষ ধরবে হাল কাটবে অমানিশা,
অনেক আশায় বুক বেঁধেছি পাব পথের দিশা।
মানুষ যখন মানুষ হবে গলবে পাপের শিসা,
মানবতার বিজয় হলে মিলবে সুখের দেখা ;
অনেক আশায় বুক বেঁধেছি পাব পথের দিশা,
অন্ধকারের কালো ছাঁয়ায় ফুটবে আলোর রেখা ;