না পাওয়ার কথা শুনতে শুনতে আমি ক্লান্ত,
প্রেমহীন কেটেছে মোর দীর্ঘকাল ;
একই মোহনায় নোঙ্গর ফেলে বসে ছিলাম
ভেবেছি থাকতে হবে অনন্তকাল ।
ভালবাসার কথা বলে তুমি রইলে দূরে সরে
হৃদয়ে মোর বিরহের হাহাকার,
তুমি আসবে কাছে টানবে ভালবাসবে আমায়
এমনই ছিল তোমার অঙ্গীকার ।
প্রেম দেবে হৃদয় উজার করে ,কথা রাখবেনা ?
তুমি মোর কাছে কি আসবেনা আর ?
ওগো প্রিয়া আজও কি রইবে আমায় ছেড়ে দূরে !
এভাবে ভাঙ্গবে তোমার অঙ্গীকার ?