নামটি যে তার অঞ্জনা
দিচ্ছে বড় যন্ত্রণা,
খেতে ডাকলে খায় না
ধরে না না বায়না।


পড়তে বললে পড়েনা
লিখতে বললে লেখে না,
ইচ্ছে মাফিক পড়াশুনা
ইচ্ছে হলেই গান শুনা।


মোবাইল ফোন সঙ্গী তার,
গেমস্ খেলতে কম্পিউটার ;
বড় লোকের বেটি গো সে,
জিনস পড়তে ভালবাসে!


পার্লারে যায় হেসেখেলে,
নেশাও করে সুযোগ পেলে ;
সদা ই তাহার রুক্ষ মেজাজ,
ভাল লাগে না মেয়েলি কাজ।


ছেলের সাজে থাকতে চায়,
কাজে কর্মে সেটা ই বুঝায়।
ছেলে মেয়ে নেই ব্যবধান
জীবন গড়তে সম অবদান


ইচ্ছে পূরণ সে করবেই
নিজের পায়ে দাড়াবেই
নামটি যে তার অঞ্জনা,
সইবে না আর গঞ্জনা।