কি দেখছো অবাক চোখে চেয়ে ?
আমি তো আর আগে মত নেই !
আগের মত হাসতে আমি পারিনা ,
সব হারিয়ে শুধু কষ্টের কথাই কই ।


একদিন সবই ছিল জীবনে আমার
ছিল প্রেম স্নেহ মায়া ভালবাসা ,
নিজ দোষে হারিয়ে ফেলেছি সব
ফিরে পাওয়ার নেই কোন আশা ।

আপনজনেরা কেউ নেই কাছে
প্রিয়ার সান্নিধ্য ! সেও হারিয়েছি ,
ভুল বুঝে সবাই দূরে চলে যায়
সব হারিয়ে আমি নিঃশ্ব হয়েছি ।


সবাই আমায় ভুল বুঝেলো কেন ?
সদা ন্যায়ের  কথা বলি তাই !
অন্যায়ের প্রতিবাদ করি বলেই কি  
আজ আর কেউ পাশে নাই  ?


মানুষগুলো আজ বড়ই স্বার্থপর
ন্যায় অন্যায় কিছু বুঝতে চায়না ,
স্বার্থে আঘাত লাগলে তারা এখন
আইন কানুন কিছু মানতে চায়না ।