কিছু কথা ভূলে থাকাই শ্রেয়, কিন্তু তা ভূলতে পারিনা ।
দুঃসময়ের কিছু স্মৃতি, কষ্ট পাওয়ার মত কিছু কথা ;
প্রিয় মানুষ গুলোর চিরতরে বিদায় নেয়ার দুঃখ ব্যথা,
এ সব ভূলে থাকলেই ভাল, কিন্তু ভূলে তো থাকা যায়না ।


গভীর দীর্ঘনিঃশাস শুনি চারপাশে, বাস্পরুদ্ধ কন্ঠ, চাপাকান্না;
প্রণে জাগে বারবার সব হারাবার কষ্ট, না পাওয়ার যন্ত্রনা,
অবসন্ন শরীরে, ক্লান্তি অবসাদ মিশে যায় স্পন্দনে আমার,
স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে খুলে দিয়েছি হৃদয় দুয়ার ।


ভূলে যেতে চাই সব বেদনার স্মৃতি নতুনের প্রত্যাশায়,
সকলের মন পেতে দোলে এ মন দোলে আশা নিরশায় ।