আধ‍্যাত্মিক ভাবনায় মথিত হৃদয়,
অন্ধকারে খুঁজে নেয় আলোর মশাল ;
পাপ পঙ্কিলতা ভরা সারা বিশ্বময়,
হারিয়ে পথের দিশা হই বেসামাল।


দু’চোখে কত যে দৃশ‍্য নয়নাভিরাম,
হঠাৎ দুর্যোগে ভিতি জাগায় অন্তরে ;
হৃদয়ে অন্তর্দহন জ্বলে অবিরাম,
অনল প্রবাহ বয় বিস্তির্ণ প্রান্তরে।


সদা জেগে থাকে মন সমৃদ্ধির মোহে,
সুখের প্রত‍্যাশা করে হৃদয় অশুদ্ধ ;
জ্বলন্ত অঙ্গার বুকে ব‍্যর্থতার দ্রোহে,
অলিক ভাবনা শেষে করেছে প্রলুব্ধ।


ধর্ম আচার বিচার কিছুই মানি না,
অন্তরে মোহমুক্তির সুতীব্র বাসনা।