না ফেরার দেশে যদি কেউ যায় চলে
কখনও কি ফিরবে তারা এ ধরায়?
আর কভু কি বসবে বটের ছায়ায়
দুঃখ কষ্টে ভাসবে কি তারা নোনা জলে !
সব হারাবার ভয় পিছু নাহি ছাড়ে,
এ পৃথিবী ছেড়ে যেতে কার মন চায় ;
সদা ভয় প্রাণ শক্তি যদি চলে যায়,
মৃত্যু বিহনে মৃত্যুকে কে বুঝিতে পারে ?


জীবন নিয়ে কত কি ভাবনা সবার,
কারও চাই ক্ষমতা কেউ খোঁজে অর্থ,
কারও বুকে থাকে প্রেম ঘটায় অনর্থ
ছলনায় জ্বলে পায় ব্যথা বার বার ।


খাঁচা ছেড়ে প্রাণ পাখি যদি চলে যায় ,
বলিতে কি পারো কেউ কোথায় হারায় ?