অপেক্ষায় কাটছে প্রহর ,
এ আঁধার কাটবে কখন ,
জীবনে বইবে কখন সুখের নহর ?
হৃদয়ে লুকিয়ে থাকা দুঃখ গুলো
আর কতকাল পোড়াবে আমায় ,
না পাওয়ার বেদনা গুলো
আজও কেন আমায় কাঁদায় !


অপেক্ষায় কাটছে প্রহর ,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে  
আর কতকাল থাকবো বিভোর ?
অনেক স্বপ্ন ছিল
প্রেমের বাঁধনে বাধবো ঘর ,
ঘর আমি বেঁধেছি ঠিকই
প্রেমহীন এক অভিশপ্ত বাসর ।


অপেক্ষায় কাটছে প্রহর ,
ছলনার আগুনে পুড়িয়ে কত আর
হৃদয়ে বাড়াবো তপ্ত কুহর  !
আলেয়ার আলোয় খুঁজছি আমি আজ
মুক্তির পথ ,
মরীচিকায় মিলিয়ে যাবে কি আমার
জীবন রথ ?