তুমি আমার হৃদয়ে গভীর আবেগ নিয়ে এলে,
তুমি আমায় আপন চেনার সঠিক পথ দেখালে ;
স্নেহ মায়া ভালোবাসা সবই তুমি আমায় দিলে,
প্রেমের সুবাস দিয়ে আমায় আপন করে নিলে।
মায়ের আদর পিতার স্নেহ তোমার কাছে পাই,
ভাই বোনের আদর আমি তোমার কাছেই চাই ;
তোমার কাছে অনেক চাওয়া অনেক প্রত্যাশা,
তুমি আমার প্রেমের বাঁধন আমার ভালোবাসা।
প্রিয়া হয়ে যখন বিরূপ হও কষ্টে কাটে দিন,
ছল করে দূরে থাকলে বাজে দুঃখের বীন;
তোমায় ঘিরে কত স্বপ্ন বেঁধেছি এক ছোট্ট নীড়,
তোমায় নিয়েই খুঁজে বেড়াই জীবন নদীর তীর।