সকল ধর্মের মূল কথা যদি হয়
পরপারে মানবের চিরতরে মুক্তি ,
তবে কেন হানাহানি এত রক্তক্ষয়
ধর্ম যুদ্ধের পাইনা খুঁজে  কোন যুক্তি ।


কূপমন্ডূক মানবেরা খোঁজে ধর্মান্ধতা ,
নিজ ধর্ম ছেড়ে করে অন্যকে হেনস্তা ;
জানি তারা স্বার্থান্বেষী দেখায় ক্ষমতা ,
নিজ ধর্মের প্রতিও নেই কোন আস্থা ।

ওরে বিশ্বাসী মানব শোন্ তোরা শোন্ ,
অন্য ধর্মের কদুক্তি করা ভাল নয় ;
প্রভুর প্রেমে ভরাও হৃদয়ের কোণ্ ,
যে যার ধর্ম মানলে  কার  ক্ষতি হয় ?


ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিত্য তবু হয় ,
কভু  তার অপমান করা ঠিক নয় ।



শেক্সপীরীয় সনেট