বিশাল আকাশে মেঘের ভেলা
রাতে তারার খেলা,
বাতাস বহিছে আত্মভোলা
মনে জাগায় দোলা।
ভুবন হাসে ভোরের আলোয়
শিশির ভেজা পাতায়,
ফুলে ফুলে যায় প্রজাপতি
রেণু দিতে করে রতি।
প্রকৃতির ছায়া এত নির্মল
যেন অমল ধবল,
উঁচু পাহাড় সমুদ্র নীল
মাঝে নদী গাঙচিল।
শাপলা শালুক পদ্ম ফোটা বিল
বাদলে উপচে পরা ঝিল,
বন বনানী লতা পাতায়
পশু পাখি জীবন বাঁচায়।
মানুষ নামের সেরা সৃষ্টি,
চেতনায় তার জ্ঞানের দৃষ্টি।
মরুর বুকে ধুলি ঝড়ে
সূর্যটাকে আড়াল করে,
ঝড় বাদলে দিশেহারা
না হয় সে দেয় শান্তিধারা।
প্রকৃতির রূপ যেন মন ভোলা,
সবুজ পাতায় লাগছে দোলা।
অস্ত রাগের রক্ত রবি
দেখে তারে মুগ্ধ কবি,
রূপ সায়রে ভাসাই তরী
চন্দ্র তারায় বিভাবরী!