বাবা, আর কটা দিন পেতাম যদি তোমায়,
স্নেহ মায়ায় জীবন আমার পূর্ণ হতো কানায় কানায়।
ক্লাশ ফাইভে যখন বৃত্তি পেলাম,
বাবা তাঁর প্রিয়  ফাউনটেন পেনটা আমায় দিয়ে বললেন,
‘নে এখন থেকে এটা তোর ‘
এস এস সি তে যখন ফার্স্ট ডিভিশন পেলাম,
বাবা তাঁর প্রিয় সিকো ফাইভ হাত ঘড়িটা আমার হাতে
পরিয়ে দিয়ে বললেন, ‘এখন থেকে সময় মেপে পথ চলবি।‘
তারপর বাবাকে আর পাইনি,
পথও চলা হয়নি সময় মেপে ;
কলেজ ভার্সিটি পেরিয়ে কর্মজীবনের আর কোন
সফলতা বা ব‍্যর্থতায় বাবা এসে দাড়াননি সম্মুখে,
আর কখনও দেখতে পাইনি আমার সফলতায়
বাবার হাস‍্যোজ্জল কিংবা ব‍্যর্থতায় গম্ভীর মুখ।
কি করে দেখবো বাবাকে,
বাবা যে তখন না ফেরার দেশে ;
শুধু দু এক পশলা স্মৃতি হঠাৎ হঠাৎ টুপটাপ ঝড়ে পড়ে
আমার হৃদয় সরোবরে।
আমি উতলা হই উদগ্রীব হই বাবার জন‍্য,
হু হু করে মনটা কেদে ওঠে ;
মনে মনে বলি, ‘আর কটা দিন পেতাম যদি তোমায়,
জীবনটা হয়তো হতো আরও মধুময়।‘


21/06/2020


বাবা দিবসে বাবার প্রতি শুভেচ্ছাও শ্রদ্ধাঞ্জদী