ওগো প্রিয়তমা আর কেঁদো না তুমি ,
তোমার কান্না আমাকে নিঃশ্বেস করে দেয়;
আমার হৃদয় দুম রে মুচড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় ।
আর কেঁদো না তুমি ,
তোমার দু চোখের অশ্রু আমাকে কষ্ট দেয় ;
মনটাকে শুধু ব্যথার সাগরে ভাসায় ।
আর কেঁদো না তুমি ,
তুমি কাঁদলে ই চোখের জলে জোয়ার আসে ;
বুঝেছি আজও আমার মনটা তোমায় ভালবাসে ।
তবে আর কাঁদছো কেন তুমি ?
আমায় সব দিয়ে থুয়ে নিঃস্ব হলে তাই,
নাকি আমায় ছেড়ে যবে? চোখে তোমার সেই ইশারা পাই ।
আর কেঁদো না আর কেঁদো না তুমি ,
তোমার কান্না দেখলেই পথ হারাই আমি ।