আর নয় বেহিসাবী চলা
এবার না হয় একটু থমকে দাড়া ,
আর নয় বেশী কথা বলা
বাচাল বলে লোকে করবে তাড়া !


চলার পথে পথ হারালে
দুঃখ কষ্টে জীবন ছন্নছাড়া ,
কথায় কথায় মিথ্যে বলে
হইয়ো না বন্ধু হারা ।


অবিশ্বাসী হবার চেয়ে
দূরে থাকা ই ভালো ,
বিশ্বাসী মন দুঃখ পেলেও
জগৎ করে আলো ।


কিছু কথা মনে রাখা ভালো ,
কিছু স্মৃতি ভুলে থাকা ভালো  ;
বিরহের রঙ থাকে সদা কালো  ,
চাঁদের মতই প্রেম দেয় আলো ।