আশ্বিনে ঝরছে বারি ঠিক শ্রাবণের মত,
মানুষের কর্মযজ্ঞে প্রকৃতি হয়েছে বৈরী!
ষড়ঋতুর নিয়ম ভাঙ্গিতেছে অবিরত,
আশ্বিনে ঝরছে বারি ঠিক শ্রাবণের মত।
প্রকৃতি আজ কাঁদছে যেন পেয়ে দুঃখ কত,
বিশ্বে যত অনিয়ম সব মানুষের তৈরি ;
আশ্বিনে ঝরছে বারি ঠিক শ্রাবণের মত,
মানুষের কর্মযজ্ঞে প্রকৃতি হয়েছে বৈরী!