আজ স্বাধীনতা নেই যে গণতন্ত্রের,
স্বাধীনতা নেই আজ কথা ও কাব্যের ;
স্বাধীনতা আছে শুধু অস্ত্র ও অর্থের,
স্বাধীনতা দুর্নীতির সন্ত্রাস বিত্তের ।
স্বাধীনতা নেই আজ আম জনতার,
ক্ষমতায় যে ই থাকে স্বাধীনতা তার;
স্বাধীনতা লুপ্ত প্রায় চিন্তা চেতনার,
পরাধীন নই তবু সুপ্ত হাহাকার।


সকলেই বন্দী আজ স্বার্থের বিবাদে,
স্বাধীনতা নেই আজ সত্যের আবাদে;
স্বাধীনতা নেই আজ জন প্রশাসনে
আমলা মন্ত্রীরা করে রাজ সন্তর্পণে ।
গণতন্ত্র বন্দী আজ ব্যালটের বাক্সে ,
ভোটার বিহিন ভোট আমদেরই ট্যাক্সে!