মগো ফাগুন এলেই আগুন জ্বলে মোর অন্তরে ,
রক্ত ঝড়া সেই দিনের কথা আজও মনে পড়ে ;
৮ ই ফাল্গুনের কথা মাগো ভুলি কেমন করে ,
সালাম বরকত, কত নাম মনে পড়ে বারে বারে ।


রাষ্ট্রভাষা উর্দু হবে বলছিল পাকিস্তানী শাসকেরা .
প্রতিবাদে বিক্ষোপে ফেটে পড়েছিল বাঙালীরা ;
রাষ্ট্রভাষা বাংলা চাই বলে শ্লোগাণ দিয়েছিল তারা ,
মায়ের ভাষার মান রাখতেই প্রাণ দিয়েছিল ওরা  ।


ফাগুনের উজ্জল রোদমাখা সে দিনটি ছিল বুধবার ,
বাংলা মায়ের দামাল  ছেলেরা দিয়েছিল হুংকার ;
গর্জে ওঠে বন্দুক রাইফেল পাকিস্তানী পুলিশের ,
রক্ত দিয়ে সন্তানেরা মান বাচালো মায়ের ভাষার ।