মানুষ যখন অন্ধ চেতনার বশে
অমানবিক ভাবনা নেয় সঙ্গী  করে ,
প্রাপ্তির আধিক্যে কেউ থাকে রঙ্গ রসে ;
মনুষ্যত্ব হারিয়ে সে ভুল পথ ধরে ।
সুন্দর, মহৎ  সুস্থ জীবন যাপনে
মানুষের থাকা চাই আত্ম উপলব্ধি ,
কি করে সে রবে স্থির কর্তব্য পালনে
অন্তরে তার না থাকে যদি আত্মশুদ্ধি!


যতটুকু দোষত্রুটি আছে কু প্রবৃত্তি
সব তার সৃষ্টি হয় অহমিকা ছলে,
পাপ-পঙ্কিলতা আনে সন্দেহের ভিত্তি
ক্ষয়িষ্ণু জীবন ধারা আসে পলে পলে ।


সুস্থ সুন্দর জীবন আসবে তখন ,
পরিশীলিত, মার্জিত হয় যদি মন ।