মাগো আমায় আর কতটা ভালবাসবে তুমি !
সবার থেকে আড়াল করে আর কতকাল রাখবে আমায় তুমি ?
ঘরে বসে একা আমি কাঁদি,  নয়নে উত্তাল জলধি ;
ক্ষুব্ধ বেদনা অন্তর জুড়ে বয়ে চলে নিরবধি ।
কার কাছে খুলে বলবো আমর মনের কথা ,
কে বুঝবে আমার হৃদয়ের দুঃখ ব্যথা ?
এখন তো কেউ আর কাছে আসেনা ,
আগের মত কেউ আর ভালবাসে না ;
যখন আমি সুস্থ ছিলাম সবাই কাছে আসতো ,
আদর সোহাগে সবাই ভালবাসতো ।
তখন আমার কষ্ট ছিলনা ছিলনা দুঃখ নদীর স্রোত ,
অন্তর জুড়ে ছিল ভালবাসার বোধ ;
আজ মনে হয় সবই মেকি লোক দেখানো ঢং ,
মনে মনে বানায় আমায় অবাঞ্ছিত সঙ।
বাবা মায়ের আদর পেয়ে কাটলো শিশুবেলা ,
কৈশোরে বন্ধুদের বসেছিল মেলা ;
সবই এখন সুখের স্মৃতি, দুঃখে গেছে ভরে ,
পঙ্গু হয়ে ঘরের কোনে আছি আমি পড়ে ।
বাবার এখন হয়না সময় আমার কাছে আসার ,
দাদা বৌদি ব্যস্ত ভীষণ, সময় কোথায় আমার খবর নেবার !
বোনটি আমার শ্বশুর বাড়ী ফোনে ও কথা হয়না ,
সংসারের বোঝা ভেবে আর কেউ খোঁজ নেয় না ।
মা ই এখন বন্ধু আমার মা ই আমর সব ,
মা ছাড়া এ জীবন আমার দুঃসহ দুর্লভ ;



সহমর্মিতার সংবেদন