জীবন চলার পথে খেয়ালের বশে
অজ্ঞানতায় মানুষ ভুল ত্রুটি করে ,
লোভ লালসায় পড়ে ভুল পথ ধরে
নিজেকে হারায় শেষে কামনার রসে ।
কুপ্রবৃত্তি অহমিকা যার নিত্য সঙ্গী
কেমনে সে দেবে সুস্থ জীবনযাপন ,
কুটিল  মনোবৃত্তি যে করেছে আপন
সত্য সুন্দরের  নেই কোন দৃষ্টিভঙ্গী ।


সে থাকে নিজেরে লয়ে মগ্ন সারাক্ষণ ,
ক্ষমতার অন্ধ মোহে সে ই মহাজন ।


আত্মশুদ্ধির পথ যে করবে বরণ
পাপ পঙ্কিলতা সব দূর করে দেবে ,
অন্তরে মনুষত্ব্যের হবে জাগরণ
সকলে আপন হয়ে কাছে টেনে নেবে ।