'ভাবিয়া করিও কাজ' শিখেছিলাম ছোটবেলায় ,
বলিতে নাইরে লাজ করি কাজ হেলায় খেলায় ;
জীবনে হয়ত তাই সাফল্যের দেখা নাহি পাই ,
যেটুকু পেয়েছি ভাই তার মাঝে কোন সুখ নাই ।


'সদা সত্য কথা বল' শিক্ষা দিয়েছিল গুরুজনে ,
শরমে মরিয়া যাই সত্য নিয়ে থাকিনি জীবনে ;
মিথ্যার সাথে করেছি ঘর সংসার করি মিতালী ,
বিত্ত বৈভব পেলেও সঙ্গী হলো কলঙ্কের কালী ।


'মানবের সেবা কর' বলেছিল জ্ঞানী শিক্ষাগুরু ,
নিজের স্বার্থে অন্যকে করি বঞ্চিত দ্বন্দ্বের শুরু ;
মানবতা মুখে শুধু কাজে কর্মে করি প্রবঞ্চনা ,
ক্ষমতার মোহে অন্ধ তীব্র হয় শোষণ বঞ্চনা ।


নিজেকে বুঝিনা আমি বড় বিচিত্র আমার মন ,
জীবন গড়ার মোহে ভুলেছি কে পর কে আপন ।