আমি ভাবি যার কথা  শয়নে স্বপনে
যার বিরহে হৃদয় কাঁদে অনুক্ষণ
কাছে পেতে চায় তারে অবোধ এ মন
যার ছোঁয়া লাগে প্রাণে নিশি জাগরনে

সে আমায় ভুলিয়েছে কুহক ছলনে
বলেছিল দেবে প্রেম  না হয় মরিবে
অভিনয় ছিল তার  কে আছে বুঝিবে?
আজ তার কথা ভেবে ব্যথা জাগে প্রাণে  

যার তরে ছিল মোর  অগাধ বিশ্বাস
দিল সে আঘাত মনে জাগে দীর্ঘশ্বাস

সে আমায় রেখে যায় একা এই পথে
স্মৃতির পাতায় থাকি বৃথা অন্বেষণে,
যাব অন্য কোন ঘাটে হয় যদি যেতে
আমি আর থাকিব না চেয়ে পথ পানে ।

            *****

ফরাসী সনেট