শ্রমিক


বাংলাদেশের শ্রমিক আমি
শ্রম বেঁচে ভাত খাই ,
ন্যায্য পাওনা পাইনা যখন
একতার গান গাই ।
প্রতিবাদের আগুন জ্বলে
রাজপথে ও গার্মেন্টসে ,
ভুখা শ্রমিক চায়না হরতাল
আসবে তারা আপোষে ।
আপোষ করে গোলাম হয়ে
বেঁচে থাকি মোরা,
তবু কেন নির্যাতনে
জীবন যৌবন পোড়া?
    ***


কুলি মজুর


বাংলাদেশের কুলি আমি
আমি দিন মজুর,
থাকি ঘাটে রেল স্টেশনে
আমি যে মজবুর।
সারাদিন খাটি আমি
লাত্থি বকা খাই,
যে যাই বলুক ভাল মন্দ
কাজ আমার চাই।
কাজ না পেলে ভুখা থাকি
কেউ নেয় না খোঁজ,
অনাহারে অর্ধাহারে
কাটাই হররোজ।
বাংলাদেশের কুলি মজুর
বড়ই অসহায়,
কাজ কর্ম পায় না যখন
কষ্টে জীবন যায়।
নানা রকম যন্ত্র মোদের
কাজ নিয়েছে কেড়ে,
আমরা এখন সর্বহারা
যাবো ভুবন ছেড়ে।