দুটি অক্ষরে একটি মমতার ডাক বাবা,
জীবন সংগ্রামে মোর সদা সে ছড়ায় প্রভা;
বাবা তুমি আজ নেই, আছে কত সুখ স্মৃতি,
তোমায় জড়িয়ে ছিল কত ভালবাসা প্রীতি।
তুমি দেখিয়েছো মোরে এই পৃথিবীর আলো,
দিয়েছো ঘুচায়ে তুমি মনের সকল কালো;
তোমার আঙুল ধরে হাটতে শিখেছি আমি,
জ্ঞানার্জনে হাতেখড়ি মোরে দিয়েছিলে তুমি।


আমি পাহাড় দেখেছি ধীরস্থির অবিচল,
আমি সমুদ্র দেখেছি জলধারা অবিরল;
আমি আকাশ দেখেছি অসীমের পানে ধায়,
সূর্যকে দেখেছি শুধু সে আলোই দিয়ে যায়।
এদের মাঝেই বাবা তোমাকে দেখতে পাই,
আলোর দিশারী তুমি বলেছিলে ভয় নাই।