সবকিছু বদলে যাচ্ছে
প্রতিটি মূহর্তে প্রতিক্ষণে ,
বদলে যাচ্ছে পৃথিবী
বদলাচ্ছে মানুষ ধ্যানে জ্ঞানে ।
আধুনিক প্রযুক্তি আমাদের
জীবনধারা পাল্টে দিচ্ছে ,
বিজ্ঞানের অগ্রযাত্রা জানিনা
আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ।
প্রতিটি কিশোরের হাতে মুঠোফোন ,
ঘুরছে সে গুগোল ইউটিউব টুইটারে  ;
সাড়া দুনিয়া আজ তার হাতের মুঠোয় ,
জানছে অজানা তথ্য ম্যাসেঞ্জারে ।
সাইবার আগ্রাসনে আকাশ সংস্কৃতি আজ
গ্রাস করছে মানুষের জীবন যৌবন ,
তারুণ্য আজ স্বেচ্ছা গৃহবন্দী ,বদলে যাচ্ছে
গৃহস্থালীর সব কাজকর্ম , হচ্ছে সম্পর্কের টানাপোড়ন ।
হিংস্রতা বৈরীতা ক্ষমতার দ্বন্দ্ব
মদ জুয়া নেশাখোর ধর্ষকের অট্টহাসি
দেখে শুনে অন্তর জ্বলে পুড়ে ছাই হয়
তবু বলি ভাল আছি , ভাল আছি !