ঘর হতে ঐ একটু দূরে খালের পারে  
হিজল তমাল গাছ ,
তারই পাশে কদম গাছে ফুল ফুটেছে  
এখন আষাঢ় মাস ।
নিতুই তুমি সেথায় আসো বাদল দিনে
কদম ফুলের টানে ,
মধুর সুরে ডাকো আমায় একলা যেতে
তোমার পথের পানে ।
মন আমার উতলা হয় তোমার সাথে
বাদল দিনে ভিজতে ,
আকাশ জুড়ে মেঘের খেলা বলছি তারে
কুলায় ফিরে আসতে ।
বাদল দিনে সাঁঝের বেলা একলা ঘরে
মন যে কেমন করে ,
বাদল ঝরা গহীন রাতে একেলা কেউ
থাকতে কি আর পারে !